২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবে ১৫ জনের মৃত্যু

-

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন, ‘মাছশিকারীদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরো বলেন, ‘গতরাতে কোস্ট গার্ড আরো ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

আইওএম’র তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল