১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
পুলিশের গুলিতে নিহত ১

সিসিবিরোধী অব্যাহত বিক্ষোভে উত্তাল মিসর

- সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ চলছে কয়েক দিন ধরে। বিক্ষোভের ষষ্ঠ দিন গত শুক্রবার পুলিশের ধর পাকড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে সিসিবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভের নাম দেয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’।

বৃহত্তর কায়রো এলাকার হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে- ‘ভয় পাবেন না, জোরে বলুন- এল সিসিকে সরে যেতে হবে।’ গিজা এলাকার বিক্ষোভে দেখা গেছে, আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। দামিয়েত্তা শহর এলাকায় পুলিশ জনতার ওপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়েছে।

স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল-ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে সামি ওয়াগদি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ শেয়ার করছেন নেটিজেনরা।

গত সপ্তাহের শুরুতে দেশটির অন্যতম অঞ্চল গিজায় এ বিক্ষোভ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ আলী নামে একজন সাবেক সামরিক ঠিকাদারের ডাকে মিসরজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। ওই ঘটনার এক বছর পূর্তিতে ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী ফের সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিলে দেশটিজুড়ে সতর্কতা জারি করে সরকার।

বিক্ষোভের আগেই এক অভিযানে বামপন্থী নেতা আমিন আল মাহদিসহ বেশ কয়েকজন অ্যাকটিভিস্টকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আলী একই সাথে একজন ব্যবসায়ী ও অভিনেতা। তিনি জানিয়েছিলেন, তার কোম্পানি মিসরের সেনাবাহিনীর প্রকল্পের কাজ করত।

২০১৯ সালের সেই বিক্ষোভ দমনে বড় ধরনের অভিযান চালায় সিসি সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, অভিযানে শতাধিক অল্পবয়সীসহ কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। আলজাজিরা


আরো সংবাদ



premium cement
মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

সকল