২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জিম্বাবুয়ের বিমানবন্দরগুলো পুনরায় খুলে দিচ্ছে সরকার

- সংগৃহীত

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ ধীরে ধীরে খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ এ সংক্রমণের হার কমছে। খবর সিনহুয়ার।

মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির তথ্য মন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেয়া হবে।

মার্চ মাসের শেষদিকে মহামারি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জিম্বাবুয়ে তার সীমান্ত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়।

জিম্বাবুয়েতে ৬ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫,২৪১ জন। মারা গেছে ২০৩ জন। বাসস


আরো সংবাদ



premium cement