২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নাইজেরিয়ায় সংঘর্ষে ৩ সেনা, ১৭ বন্দুকধারী নিহত

- সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিয়া প্রদেশের জিবিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে এক বন্দুকযুদ্ধে তিনজন সরকারি সেনা ও ১৭ জন বন্দুকধারী নিহত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বার্নার্ড ওনিয়েউকো এ খবর নিশ্চিত করেন। খবর সিনহুয়া’র।

রোববার রাতে ওই মুখপাত্র সিনহুয়াকে দেয়া এক বিবৃতিতে জানান, শনিবার বিমান বাহিনীর সহায়তায় কম্ব্যাট ১ টিমের সদস্যরা জবিয়া এলাকার গভীর জঙ্গলে ডাঙ্গোট শিবির নামে পরিচিত একটি ‘কুখ্যাত ডাকাতদের ঘাঁটি তাদের নিয়ন্ত্রনে আনে।

মুখপাত্র জানান, সেনাবাহিনী বন্দুকধারীদের প্রাথমিক প্রতিরোধ পরাভূত করে, ফলে, বন্দুকধারীদের অনেক হতাহত হয়।

ওনিউইকো বলেন, ওই লড়াই শেষে ১৭ জন ডাকাত আত্মসমর্পণ করে এবং আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায় বলে মনে করা হচ্ছে।

তিনি জানান, এই ঘটনায় একজন কর্মকর্তা ও দু’জন সেনা নিহত হন এবং আরো চার সেনা আহত হয়েছেন।

ওনয়েউকো জানান, পলায়নপর বন্দুকধারীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে বন্দুকধারীদের ধারাবাহিক হামলা দেখা যাচ্ছে, যাতে সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী অবৈধ অস্ত্রধারি সশস্ত্র দলগুলোকে নির্মূল করতে দেশের ওইসব অংশে এ পর্যন্ত বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল