২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লকডাউন না মানায় পুলিশের গুলিতে নিহত ২

- ছবি : সংগৃহীত

লকডাউন অমান্য করায় দুই যুবককে গুলি করে হত্যা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায়। যুবক দুইজনের বয়স ছিল ২০ বছর।

দেশটির জাতীয় পুলিশ প্রধান জন বসকো কাবেরো বুধবার ফোন আলাপে সংবাদ মাধ্যম ডেইলি নিউজ ক্যামারুনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুয়ান্ডার এক পুলিশ তার টুইটার বার্তায় জানিয়েছেন, ওই দুই যুবক লকডাউন অমান্য করে বাইরে বের হন। একজন টহলরত পুলিশ অফিসারের উপর হামলা চালায়। তাই আত্মরক্ষার জন্য তাদের গুলি করে পুলিশ ।

করোনাভাইরাস প্রতিরোধে রুয়ান্ডায় ২২ মার্চ থেকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

আফ্রিকার দেশগুলোর মধ্যে আইন মানার ক্ষেত্রে রুয়ান্ডা সবথেকে কঠোর পদক্ষেপ নিয়ে থাকে।

রুয়ান্ডায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃতের খবর পাওয়া যায়নি।

সূত্র : ডেউলি নিউজ ক্যামারুন


আরো সংবাদ



premium cement