১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলা, নিহত ৩

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা - এএফপি

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

দেশটিতে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠে বার্জ ডু ল্যাক জেলা। মার্কিন দূতাবাসটি এখানে অবস্থিত। এ সময় পথচারী এবং গাড়ি চালকরা আতঙ্কিত হয়ে পড়েন।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘দুই ব্যক্তি মার্কিন দূতাবাসের সুরক্ষার টহলকে লক্ষ্য করে এ আত্মঘাতী হামলা চালায়।’

স্থানীয় দোকানদার আমিরা রয়টার্সকে বলেন, ‘আমরা বিকট একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছি... পরে দেখি পুলিশের দিকে মোটরসাইকেলে করে যাওয়া দুই ব্যক্তি মাটিতে পড়ে আছে।'

পুলিশ বিস্ফোরণস্থলের আশেপাশ ঘিরে রেখেছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

পুলিশ জানায়, এ হামলায় দু’জন হামলাকারী ও এক কর্মকর্তা নিহত হয়েছেন। ৫২ বছর বয়সী ওই কর্মকর্তা হলেন লেফটেনেন্ট তৌফিক মোহাম্মদ এল নিসাউ।

এ ঘটনায় পাঁচ আহত কর্মকর্তা ও নারী সিভিলিয়ানের অবস্থা ভালো বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী হিচেম মেচিচি।

তিনি আরো বলেন, ‘এটি একটি বাড়িতে তৈরি বিস্ফোরক ডিভাইস ছিল। যারা এটি তৈরিতে সহায়তা করেছে আমরা তাদের সন্ধান করছি।’

তিউনিসিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম বলেন, ‘এই হামলার ফলে আমি ক্ষুব্ধ হয়েছি। আমি মার্কিন দূতাবাসের তাৎক্ষণিক সুরক্ষার জন্য তিউনিসিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি পরিস্থিতি তদন্তে তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানায়।’

সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র সন্ত্রাসীরা তিউনিসিয়াকে বারবার লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে নিহত হচ্ছেন অনেকে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
নাভালনির মৃত্যু : ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর ও সৌদি আরব যাচ্ছেন ব্লিঙ্কেন আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি : মেজর অব. হাফিজ জাতিসঙ্ঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরাইলের মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসঙ্ঘ প্রধান ডিএমপির অভিযানে গ্রেফতার ২৩ হলমার্ক কেলেঙ্কারি : তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন লক্ষ্মীপুরে উপড়ে ফেলা হয়েছে যুবলীগ নেতার চোখ ঝড়-বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফ্রান্সে কমিউনিটি মসজিদের ইফতার মাহফিল

সকল