২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলা, নিহত ৩

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা - এএফপি

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

দেশটিতে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে উঠে বার্জ ডু ল্যাক জেলা। মার্কিন দূতাবাসটি এখানে অবস্থিত। এ সময় পথচারী এবং গাড়ি চালকরা আতঙ্কিত হয়ে পড়েন।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘দুই ব্যক্তি মার্কিন দূতাবাসের সুরক্ষার টহলকে লক্ষ্য করে এ আত্মঘাতী হামলা চালায়।’

স্থানীয় দোকানদার আমিরা রয়টার্সকে বলেন, ‘আমরা বিকট একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছি... পরে দেখি পুলিশের দিকে মোটরসাইকেলে করে যাওয়া দুই ব্যক্তি মাটিতে পড়ে আছে।'

পুলিশ বিস্ফোরণস্থলের আশেপাশ ঘিরে রেখেছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

পুলিশ জানায়, এ হামলায় দু’জন হামলাকারী ও এক কর্মকর্তা নিহত হয়েছেন। ৫২ বছর বয়সী ওই কর্মকর্তা হলেন লেফটেনেন্ট তৌফিক মোহাম্মদ এল নিসাউ।

এ ঘটনায় পাঁচ আহত কর্মকর্তা ও নারী সিভিলিয়ানের অবস্থা ভালো বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী হিচেম মেচিচি।

তিনি আরো বলেন, ‘এটি একটি বাড়িতে তৈরি বিস্ফোরক ডিভাইস ছিল। যারা এটি তৈরিতে সহায়তা করেছে আমরা তাদের সন্ধান করছি।’

তিউনিসিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম বলেন, ‘এই হামলার ফলে আমি ক্ষুব্ধ হয়েছি। আমি মার্কিন দূতাবাসের তাৎক্ষণিক সুরক্ষার জন্য তিউনিসিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি পরিস্থিতি তদন্তে তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানায়।’

সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র সন্ত্রাসীরা তিউনিসিয়াকে বারবার লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে নিহত হচ্ছেন অনেকে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ

সকল