২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাশিয়াকে সিরিয়ান তেলক্ষেত্রে যেতে বাধা মার্কিন সৈন্যদের

- ছবি : সংগৃহীত

সিরিয়ায় ওয়াইপিজি/পিকেকে গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলগুলোতে উপস্থিত মার্কিন সৈন্যরা শনিবার রাশিয়ান সৈন্যদের একটি তেলক্ষেত্রে যেতে বাধা দেয়।

জানা গেছে, উত্তর-পূর্ব হাসাকায় রুমেইলান তেলক্ষেত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বিরোধ চলছে। অঞ্চলটিতে এনিয়ে উত্তেজনাকর পরস্থিতি বিরাজ করছে।

নির্ভরযোগ্য স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আনাদোলু জানায়, তেলক্ষেত্রের দিকে যাওয়ার পথে রাশিয়ার একটি সামরিক টহলকে অবরোধ করে মার্কিন সেনারা।

পরে রাশিয়ান সৈন্যরা সেখান থেকে ফেরত আসে।

এর আগে গত বৃহস্পতিবার, ওয়াইপিজি/পিকেকে গ্রুপ রুমেইলান তেলক্ষেত্রের কাছে রাশিয়ার সেনাদের কামিশিলি শহর দিয়ে যেতে বাধা দেয় এবং তাদের এই অঞ্চলে পৌঁছতে দেয়নি। ইয়েনি শাফাক।


আরো সংবাদ



premium cement