২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বদ্ধপরিকর : আইজিপি

- ছবি : ইউএনবি

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি শত বছরের পুরনো প্রতিষ্ঠান, যারা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব সফলতার সাথে পালন করছে।

যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বদ্ধপরিকর।

মঙ্গলবার বিকালে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় তিন হাজার ডলার হয়েছে।

সমাপনী বক্তব্য দেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement