৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪
`

বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে গ্রহণ করবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন - ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, ‘ঢাকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে আর কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীতে ডিসি কনফারেন্সে জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে তাদের নিজ ভূখণ্ডে ফিরে যেতে হবে এবং তাদের প্রত্যাবাসন আমাদের (বাংলাদেশের) অগ্রাধিকার।’

মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান তার কাছে নেই। কারণ গত সাড়ে পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার বলেছে, তারা তাদের জনগণকে ফিরিয়ে নেবে কিন্তু তাদের আন্তরিকতার অভাব রয়েছে।’

বাংলাদেশ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলায় আশ্রয় দিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারে সামরিক দমন অভিযানের পরে সেখানে পৌঁছেছে, যাকে জাতিসঙ্ঘ ‘জাতিগত নির্মূলের উদাহরণ’ এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠী ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।

মোমেন বলেন, তিনি অবৈধ অভিবাসন, পাহাড় কাটা এবং ব্যক্তিগত জমি দখল রোধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ডিসিদের অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে এবং তাদের নিজ নিজ জেলায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ডিসিদের সাথে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement
পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১১ জন নিহত পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইইউ’র সহায়তা চেয়েছে বাংলাদেশ পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলু, সেক্রেটারি হাসিবুল এবার মাঠকর্মীদের নিজ হাতে খামভর্তি টাকা দিলেন সাকিব আতর আলী হত্যা : বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ১১ চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার কুরআনের শিক্ষাকে সবার মাঝে পৌঁছে দেয়া ইমামদের দায়িত্ব : আইম্মাহ পরিষদ আর্জেন্টিনা থেকে উপহার পেয়েছেন সাকিব আল হাসান সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম আলো ষড়যন্ত্র করছে : ঢাবি শিক্ষক সমিতি ‘রোজা হচ্ছে অন্যায়ের সাথে আপস না করার প্রশিক্ষণ’

সকল