২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা-আশুলিয়ায় দীর্ঘ যানজট : বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ঢাকা-আশুলিয়ায় দীর্ঘ যানজট : বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ - ছবি : সংগৃহীত

ঈদে ঘরমুখী মানুষের চাপ ও বৃষ্টিতে রাজধানী ও এর আশপাশে বুধবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও টঙ্গী-গাজীপুর মহাসড়কের সকাল থেকেই যানজট লেগে আছে।

বুধবার ভোর রাত থেকে ঝিঁড়িঝিঁড়ি বৃষ্টিতে সড়কের ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। অনেকে পরিবার নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছেন। ভয়াবহ এই যানজটের কারণে ঠিক সময়ে বাসা থেকে রওনা হয়েও অনেকে নির্ধারিত ট্রেন ধরতে পারেননি।

এদিকে তীব্র যানজট সৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সে জন্য সবাইকে এ অনুরোধ জানানো হয়।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, ঢাকা আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ি ধীর গতিতে চলছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সবাইকে এই সড়কটির পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।


আরো সংবাদ



premium cement