২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চোরাই মোবাইল বিক্রি করলেও গ্রেফতার করা হবে : ডিএমপি

চোরাই মোবাইল বিক্রি করলেও গ্রেফতার করা হবে : ডিএমপি -

শুধু মোবাইল ফোন চোরকে নয়, চোরাই ফোন যারা বিক্রি করবে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবি প্রধান।

হাফিজ আক্তার বলেন, ‘সাম্প্রতিককালে মোবাইল ফোন চুরি বা টান মেরে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। পুলিশের কাছে যে ঘটনাগুলো আসে, সেগুলো উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর তারা জামিনে এসে পুনরায় একই কাজে লিপ্ত হয়। কারণ চোরাই মোবাইল বিক্রি করতে পেরে তারা এ কাজে উৎসাহ পায়। যারা চোরাই মোবাইল বিক্রি করবে তাদেরকেও প্রচলিত আইনের আওতায় গ্রেফতার করা হবে।’

তিনি আরো বলেন, ‘চুরি হওয়া মোবাইলগুলো তিনটি হাত বদল হয়। প্রথমত, যে চুরি করে সে মোবাইলভেদে চার থেকে আট হাজার টাকায় টেকনিশিয়ান বা কোনো চোরাইফোন ক্রেতার কাছে বিক্রি করে দেয়। টেকনিশিয়ান বা চোরাই ফোন ক্রেতা ফোনের পার্সওয়ার্ড বা ফাইন্ড ইউর ফোন অপশনটি চালু থাকলে তার ডিসপ্লে ও ক্যাসিং উচ্চমূল্যে বিক্রি করে আর এসব অপশন চালু না থাকলে আইএমইআই পরিবর্তন করে আইফোনের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ হাজার টাকা ও অন্য ফোনগুলো ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

অল্প পয়সায় দামি ফোন ক্রয়-বিক্রয়ের কথা উল্লেখ করে এ গোয়েন্দা কর্মকর্তা মোবাইল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘পুরাতন মোবাইল বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু, ব্যবসায়ীদের কাছে চোরাই মোবাইল থাকলে তাকে গ্রেফতার করা হবে। যারা বিক্রি করে তারাও অপরাধী।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে অযু করার সময় এক ব্যক্তির প্রায় দুই লাখ টাকা দামের একটি আইফোন চুরি হয়। এ ঘটনায় গত ১৬ মে তিনি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত করে গোয়েন্দা শাখা। পরে রাজধানীর মোতালেব প্লাজা থেকে চুরি হওয়া ওই মোবাইলটিসহ আরো ১৫৭টি চোরাই মোবাইল, একটি ল্যাপটপ ও এক লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল