২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

৪১তম বিসিএসের ফল কবে, সিদ্ধান্ত রোববার

৪১তম বিসিএসের ফল কবে, সিদ্ধান্ত রোববার - ছবি : সংগৃহীত

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে। কয়েক দফা প্রস্তুতি নিলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। এদিকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একটি গণমাধ্যমকে বলেছেন, তারা সরকারের কাছে জরুরি অনুমতি নিয়ে করোনার এই সময়ে কাজ করছেন। ফলাফল প্রকাশের কাজ অনেকটাই এগিয়ে নেয়া হয়েছে। তবে ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না।

সূত্র জানিয়েছে, আগামী রোববার কমিশনের বিশেষ সভা আছে। সেই সভায় ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয় দেশের ৮টি বিভাগীয় শহরে। সেই পরীক্ষার চার মাস হলো। কিন্তু করোনাসহ নানা কারণে পিএসসির পক্ষে এখনো ফল প্রকাশ সম্ভব হয়নি।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement

সকল