২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি

কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি - ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতসহ ১২ এসপিকে বদলি করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহার করেন জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এ ঘটনায় ব্যাখ্যা দিতে হাইকোর্টেও হাজির হয়েছিলেন কুষ্টিয়ার এ পুলিশ সুপার।

ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সাথে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন তিনি। আবেদনে এস এম তানভীর আরাফাত উল্লেখ করেছিলেন, ‘তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন।’ এ ধরনের ভুল আর কখনও হবে না বলেও আবেদনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আদালতে হাজির হলে এসপি এস এম তানভীর আরাফাত উদ্দেশে হাইকোর্ট বলেছেন, ‘পত্র-পত্রিকায় যা দেখলাম, তা যদি কুষ্টিয়ার বাস্তব চরিত্র হয়, তবে তা হবে জাতির জন্য ভয়ংকর। এমন যাতে মানুষের মনে না হয় যে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না। জাতি উৎকণ্ঠিত, এটা নিরসনের দায়িত্ব আপনাদের।’

পরে আদালত এসপিকে ওই ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়ে ‘আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার কার্যক্রম পর্যবেক্ষেণ করা হবে’ বলে জানিয়েছিলেন। তবে এর আগেই তাকে বদলি করা হলো।

আদেশটি অবিলম্বে কার্যকরে সবাইকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement