২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পদোন্নতি পেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরো ৩৭৮ কর্মকর্তা

পদোন্নতি পেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরো ৩৭৮ কর্মকর্তা - ছবি : সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চারটি বিষয়ের আরো মোট ৩৭৮ জন `মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট’ পদে পদোন্নতি দেয়া হয়েছে। এ নিয়ে গত তিন মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড) এ পদন্নোতি দেয়া হলো।

বৃহস্পতিবার তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের per3@hsd.gov.bd- ইমেইলে তাদের যোগদানপত্র পাঠাতেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ছয়টি বিষয়ের মোট ৫১২ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি দিয়ে তাদের পদোন্নতির আগের পদে নিয়োগ (ইনসিটু) দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement