২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২ সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর আগামী মাসে : তাজুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম - ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

তিনি শনিবার রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে সাধারণ মানুষের মধ্যে সাবান-পানি দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস ও উন্মুক্ত স্থানে হাত ধোঁয়া নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ও ওয়াটার এইডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘হাত ধোঁয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মো: তাজুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে রাজধানীর খালগুলোর দায়িত্ব হস্তান্তরের জন্য গঠিত কমিটি কাজ করছে। এই কমিটির রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, চলতি ডিসেম্বর মাসের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা সম্ভব না হলেও জানুয়ারি মাসের মধ্যেই হস্তান্তরের কাজ শেষ হবে।

সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম ও ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদী-নালা ও খাল যারাই দখল করুক না কেন, খুব দ্রুতই সেগুলো দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেশে সংবিধান ও আইন আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মো: তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার অত্যন্ত সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের টেস্টের জন্য দেশে মাত্র একটি পিসিআর ল্যাব ছিল, যার সংখ্যা এখন এক শ’র বেশি। রাজধানী ছাড়াও দেশের অন্যান্য হাসপাতালে খুব কম সংখ্যক আইসিইউ ছিল। এখন প্রতি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক আইসিইউ রয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্য স্বাস্থ্যসেবাসহ করোনাভাইরাসের প্রতিকূল অবস্থা মোকাবেলায় অল্প সময়ের মধ্যে যে উদ্যোগ নেয়া হয়েছে তা বিশ্বের কম সংখ্যক দেশই করতে পেছে।

মহামারি মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় ১ লাখ ২২ হাজার কোটি টাকার বেশি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরা ও ঘনঘন হাত ধোঁয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, হাত ধোঁয়ার গাড়ির সুফল নগরবাসী পাবেন। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিনামূল্যে হাত ধোঁয়ার প্রয়োজনীয় সুবিধাদি ও সরবরাহ নিশ্চিত হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইউরোপ ও কিরগিজস্তানগামী শ্রমিকদের বহির্গমন ছাড়পত্রে অনিয়ম চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা এলএনজি ও সার আমদানিসহ ক্রয় কমিটিতে ৮ প্রস্তাব অনুমোদন মাহাথিরের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু বৌভাতের অনুষ্ঠানে গিয়ে দুর্ঘটনা ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি

সকল