২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অতিরিক্ত আইজিপি হলেন ৬ সিনিয়র পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন ৬ সিনিয়র পুলিশ কর্মকর্তা - ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ছয় সিনিয়র কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া সিনিয়র পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এসএম রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাজহারুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

পদোন্নতি পাওয়া পদে যোগদানের পর এ আদেশ কার্যকর হবে।

এছাড়া, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যোগদানের চিঠি প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়নের আদেশ না হওয়া পর্যন্ত তাদের বর্তমান দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement