২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১১,১৯৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

১১,১৯৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি -

ঈদের দিন এবং পরদিন মিলিয়ে ১১ হাজার ১৯৮ টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহার দ্বিতীয় দিনের (২ আগস্ট) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রোববার রাত সাড়ে ১২টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। দ্বিতীয় দিনে ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঈদের প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য হিসেবে ৮ হাজার ৮৭০ টন বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিনের বর্জ্যসহ সব মিলিয়ে ১১ হাজার ১৯৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

সর্বমোট ৩ হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকা থেকে এসব বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) নিয়ে যাওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরো সংবাদ



premium cement