২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না -

আকাশের মেঘ যত দ্রুত উড়ে চলে যায়, তারও চেয়ে অধিক দ্রুত গতিতে সময় চলে যায়। সময় হচ্ছে নদীর স্রোতের মতো প্রবহমান। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সময় কখনো স্থির থাকে না। অতীতকে পেছনে ফেলে ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমানের সাথে সময় বয়ে চলে। সময় ভীষণ রকম অস্থির। যারা সময়কে ঠিকমতো কাজে লাগাতে পারে, তারাই সফলতা অর্জন করে। সৃষ্টিকর্তা আমাদের প্রাণ দিয়েছেন, আয়ু দিয়েছেন। বেঁচে থাকার জন্য কর্ম দিয়েছেন। আজ এই পৃথিবীতে আমরা বসবাস করছি, মৃত্যুর ডাকে একদিন হয়তো বিদায় নেবো। অনন্ত মহাকালের পথে যাত্রা আরম্ভ করব। যে সময়ের কোনো শেষ হবে না। আমরা জানি না সেই দিনগুলো কেমন হবে। নক্ষত্রের আলোয় আলোকিত হবে নাকি ডুবে যাবো অনন্ত তিমির রাজ্যে! কালক্ষেপণ না করে জীবনের যেটুকু সময় আমরা পেয়েছি তা আমাদের কাজে লাগানো উচিত। শয়তানের ফাঁদে পড়ে অযথা হেলায় সময় নষ্ট করা মোটেও কাম্য নয়। অলসতা করে এক দিনের কাজ অন্য দিন ফেলে রাখা মানে নিজেকেই পেছনে ফেলে রাখা। আধুনিক সভ্যতার কল্যাণে আমরা অনেকটা যান্ত্রিক হয়েছি বটে, তার চেয়ে বেশি হয়েছি অলস। অলস মানুষ সবসময় সময়ের পেছনে চলে, সাথে নয়। যার ফলে সময়ের কাজ সময়ে হয় না। ফজরের নামাজ সূর্য উদয়ের আগেই পড়তে হবে, সূর্য ওঠার পর পড়লে হবে না। আমন ধান বৈশাখ মাসে রোপণ করতে হবে, বোরো ধান কার্তিকে, সরিষার চাষ করতে হবে শীতকালে। সব কিছুরই নির্দিষ্ট সময় আছে। সময় চলে যাওয়ার পর তা করলে কর্ম সাধন হবে না। যে ব্যক্তি সময়ের কাজ সময়ে করে সে জীবনকে হাতের মুঠোয় পুরে রাখতে পারে। সময় আসলে অদৃশ্য বস্তু। যুবক বয়সে যে কাজটি করতে অনেক তৃপ্তি লাভ হয়, বার্ধক্যে সেইরূপ তৃপ্তি আসে না। যে ব্যক্তি প্রভাতে ঘুম থেকে না উঠে নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকে সে জানে না ফজরের নামাজ পড়ার কী শান্তি! পাখির ডাক কত মধুর, সকালের বাতাসে কতটা মায়া বিরাজমান থাকে। আমরা ছুটে চলেছি জীবনের পেছনে, অথচ সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনই যে আমাদের পেছনে ছুটবে তা আমরা জানি না। বাগানে ফুল ফুটে আছে এমন দৃশ্য দেখতে চাইলে আগে ফুল গাছ লাগাতে হবে। ফুল গাছ না লাগিয়ে ফুল দেখার আশা যেমন বৃথা, কাজ না করে অলসভাবে জীবন কাটিয়ে সফলতা পাওয়ার আশাও সম্পূর্ণ বৃথা। সঠিক সময়ে জীবন নামক ভূমিতে গাছ লাগালে সফলতার ফুল ফুটবেই। সময়ের কাজ সময়ে করার মাঝে তীব্র আনন্দ আছে। জীবনকে জয় করার অনাবিল সুখ আছে।


আরো সংবাদ



premium cement