১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পথশিশুদের দুঃখ

পথশিশুদের দুঃখ -

গভীর রাত। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবী। নীরব-নিথর, নিস্তব্ধ পরিবেশ। নেই কোথাও কোনো কোলাহল। বাজারঘাট, দোকানপাট, রাস্তাঘাট সবই জনশূন্য। কোথাও কোনো মানুষ নেই। সবাই বিভোর ঘুমে আচ্ছন্ন।
গাছগাছালিও প্রকৃতির কোলে ঢলে পড়েছে অনেক আগেই। পাখ-পাখিরাও আশ্রয় নিয়েছে নিজ নিজ নীড়ে। কোথাও শুনা যায় না পাখিদের মিষ্টি কিচিরমিচির। একেবারে নিস্তব্ধ পরিবেশ।
এ মোহনীয় গভীর রাতে মানুষ যখন খাট-পালঙ্ক ও আয়েশী বিছানায় নিজেদের প্রিয়জনদের নিয়ে বিভোর ঘুমে মত্ত। ঠিক তখনো কিছু মানুষ রাস্তায় রাস্তায়, স্টেশনের মোড়ে, ফুটপাথে ঘুরে বেড়াচ্ছে। একমুঠো ভাতের খোঁজে।
এখনো যে তাদের রাতের খাবার জোগাড় হয়নি। তাদের সন্তানাদিরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, হাউমাউ করে কান্না করছে। কখনোবা হাত বাড়াচ্ছে ডাস্টবিনে আবার কখনো ময়লার স্তূপে একমুঠো ভাতের জন্য।
হে মানবতা! তুমি কোথায়? তুমি কী হারিয়ে গেলে? সুখের ছোঁয়া পেয়ে কী তোমার শ্রবণেন্দ্রীয় বধির হয়ে গেল? তাদের আর্তচিৎকার কি তোমার কর্ণকুহরে বেজে ওঠে না?
অসহায়দের এ দৃশ্য কী তোমার হৃদয়কে আন্দোলিত করে তোলে না? তুমি এত পাষাণ হয়ে গেলে কী করে?
আসুন আমরা আমাদের সামাজিক মূল্যবোধ জাগ্রত করি। অসহায়-অভাবী, নিঃস্ব-প্রতিবন্ধী ও পথশিশুদের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফুটাই। আমরা যেমন পৃথিবীতে সুখি হতে চাই, ঠিক তারাও চায় সুখ নিয়ে বেঁচে থাকতে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল