২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্বপ্নের রঙিন সীমানায়

-

পড়ন্ত বিকেলবেলা। দীপ্তিময় সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির মায়াবী মুখে। এই স্নিগ্ধ বিকেল আমার কাছে পরম প্রিয় মুহূর্ত। জানালার পাশে বসে আছি। সেখান থেকে একসময় নদীর পাড়ে চলে এলাম। চেয়ার টেনে বসে পড়লাম নদীর গা ঘেঁষা সারি সারি গাছের ছায়ায়। বাতাসে দোল খাচ্ছে গাছের বাড়ন্ত পাতা। মাথার উপর একঝাঁক অচেনা পাখি মিষ্টি মধুর কলরবে ডানা মেলে উড়ে যাচ্ছে দূরে কোথাও। ইস্! আমিও যদি পারতাম উড়ে যেতে, ওই পাখিদের সাথে স্বপ্নের রঙিন সীমানায়। কিন্তু অসাধ্য আর অক্ষমতার দুয়ার পেরিয়ে আমি কি পারব যেতে! তাই সেই স্বপ্নের ছবি সযতেœ আঁকি হৃদয়ের ধূসর পাতায় বারবার। মুঠো মুঠো শুভ্র মেঘমালা ভেসে যাচ্ছে, কী জানি কোথায়! কোন ঠিকানায়! একটু দাঁড়ানোর অবকাশ যেন তাদের নেই। আমার ব্যথা কি ওরা বোঝে? ভাবী আর চোখ বন্ধ করে আবার তাকাই। তখনি স্থির, অটল-অনঢ় সূর্যের প্রতিবিম্ব আমার দৃষ্টিতে প্রতিভাত হয়। তখন ভাবী! সূর্য তো আমার দিকে তাকিয়ে আছে। হয়তোবা সে আমার ব্যথা বোঝে। হয়তো সে চুপিচুপি বলছেÑ তুমি মেঘের দিকে তাকিয়ে কষ্ট পাও কেন? কষ্ট পেও না। ভাবতে পারো ওরা সময়ের মতোই বাঁধাহীন। সময় যেমন কখনো দাঁড়িয়ে থাকে না, শত কামনা তুচ্ছ করে চলে যায় এক অবিরাম গতিতে। সময়কে তো আর দেখা যায় না। বরং মেঘমালাকে দেখা যায়। তাই এই মেঘমালাকে দেখে তুমি উপলব্ধি করো। ভেবে নাও সময়ও এই মেঘমালার মতোই। এখন সে মেঘমালা হয়ে চলে যাচ্ছে। তাই মেঘমালা থেকেই কিন্তু তুমি শিক্ষা নিতে পারো। মেঘমালা যেভাবে সময়ের চলন্ত রূপ নিয়ে সবকিছু পেছনে ফেলে চলে যায়, তেমনি তুমিও সব অবসন্নতা, জড়তা, ব্যথা-বেদনা, দুঃখ-হতাশা, অপ্রাপ্তির বঞ্চনা আর না পাওয়ার বেদনা, নিরাশার প্রাচীর মাড়িয়ে, সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাও সামনের দিকে। হিম্মত রাখো মনে। তুমি সফল হবেই হবে, ইনশাআল্লাহ।
হঠাৎ ফিরে এলাম নিজের ভুবনে। মনোযোগ দিয়ে ভেবে দেখলাম তাইতো। সময় থেমে থাকে না, তাহলে আমরা কেন নিশ্চল ভাবনার মাঝে ডুবে থাকব? বরং আমাদেরকে সময়ের সাথে রাগ নয়, মিতালী করতে হবে। সে চলে যাচ্ছে যাক। তাতে ক্ষতি কি? আমরাও তার সাথে পাল্লøা দিয়ে জীবনকে সফলরূপে এগিয়ে নিয়ে যাবো। আর আকাশের মতো উদার, পাখির মতো স্বাধীন, সাগরের মতো বিশাল মনের অধিকারী হওয়ার প্রাণবন্ত চেষ্টা করব। সূর্যের কাছ থেকে শিক্ষা নিয়ে তার মতোই কিরণ ছড়িয়ে হেসে উঠব পৃথিবীর বুকে।হ


আরো সংবাদ



premium cement