২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কেনাকাটায় বিবেক বুদ্ধি

-

রোজিনা ইশরাত। চাকরি করেন একটা প্রাইভেট ব্যাংকে। মিড লেভেল এক্সিকিউটিভ। সারাদিন তুমুল ব্যস্ত থাকতে হয় অফিসে। ব্যাংকের চাকরিতে রিল্যাক্স হওয়ার সুযোগ কম। রোজিনার হাসবেন্ড ডাক্তার। তাকেও ভীষণ ব্যস্ত থাকতে হয়। রোজিনা ঘরের বাজার সদাই সব কিছু নিজের হাতে করেন। সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফেরার পথে নয়তো ছুটির দিনে কেনাকাটার কাজটা সারতে হয়। রোজিনার জন্য কাজটা প্রথম দিকে বেশ কঠিন ছিল। কাঁচাবাজার, মাছের বাজার, গোশত, মুরগির বাজার ঘুরে ঘুরে কেনাকাটা করতে হতো। কিন্তু এখন তাকে আর তেমন ঝামেলার মুখোমুখি হতে হয় না। এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব কেনাকাটা সারতে পারছেন। তার সব সমস্যার সমাধান এনে দিয়েছে সুপারশপ। এখন রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনেক সুপারশপ গড়ে উঠেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং অন্য বড় কয়েকটি শহরেও এ ধরনের সুপারশপের বিস্তৃতি ঘটছে। এক ছাদের নিচে মাছ, গোশত, মুরগি, সবজি থেকে শুরু করে মসলা, চাল, ডাল, চিনি, চা-পাতা, টুথপেস্ট, কসমেটিক্স ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস এক জায়গায় পাওয়া যায় বলে এখন ব্যস্ত নাগরিক জীবনে সুপারশপগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে থাকছে সারাক্ষণ। রোজিনার মতো অনেক কর্মজীবী নারী, গৃহবধূ, পুরুষদের সর্বক্ষণিক কেনাকাটায় দারুণ এক ভরসা হয়ে উঠেছে সুপারশপগুলো। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ওঠানামা, রাজধানী ঢাকা শহরের বিভিন্ন বাজারের ময়লা-আবর্জনা ভিড়বাট্টা, পচা-দুর্গন্ধময় পরিবেশ, ভ্যাপসা গরম ইত্যাদির যন্ত্রণা আর অস্বস্তি থেকে বাঁচতে এখন কাঁচাবাজারের অনেক ক্রেতাই ছুটছেন সুপারশপগুলোতে। এগুলোকে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত উন্নত স্বস্তিদায়ক পরিবেশের কাঁচাবাজার বলা যায়। নির্দিষ্ট ও যৌক্তিক মূল্য, স্বাস্থ্যকর পরিবেশ, মানসম্মত, পণ্যসামগ্রীর নিশ্চয়তা ক্রয়-বিক্রয় আধুনিক সুযোগ-সুবিধা থাকায় সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা এখন ঝুঁকছেন সুপারশপের দিকে। ফলে দিন দিন সুপারশপ কালচারের বিকাশ হচ্ছে। ঢাকাসহ সারা দেশে গড়ে উঠেছে শতাধিক সুপারশপ, যা এখন নগরজীবনে গৃহিণীদের কেনাকাটায় নানা সুবিধার সম্ভার নিয়ে এসেছে। একই ছাদের নিচে সব ধরনের প্রাত্যহিক পণ্য ক্রয়ের সুবিধা থাকায় স্বল্প সময়ে সব শ্রেণীর মানুষের কাছে সুুপারশপের গ্রহণযোগ্যতা বেড়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর পরিবেশে ক্রেতারা পণ্য বহনে ট্রলি ব্যবহার করতে পারেন। ফলে অনেক বাজার করে তা বহনে তেমন সমস্যা হয় না। পণ্যের নির্দিষ্ট দাম থাকায় ক্রেতাদের দরকষাকষির ঝামেলায় পড়তে হয় না, বাজারের অনেক তিক্ত অভিজ্ঞতার শিকারও হতে হয় না। সুপারশপগুলোতে থরে থরে সাজানো থাকে বিভিন্ন পণ্যসামগ্রী। বিভিন্ন পণ্য আলাদা আলাদা সারিতে সাজিয়ে রাখার কারণে ক্রেতাকেও বিভ্রান্তি কিংবা সিদ্ধান্তহীনতার অস্বস্তিকর যন্ত্রণা ভোগ করতে হয় না। নিজের রুচি ও পছন্দ অনুযায়ী সাজানো সারি থেকে পণ্যসামগ্রীটি তুলে ট্রলিতে নিলেই হলো। সুপারশপগুলোতে পণ্যসেবা দিতে সদাপ্রস্তুত থাকে দক্ষ ও শিক্ষিত একদল স্মার্ট বিক্রয়কর্মী। নিজে খুঁজে না পেলে তাদের কাছে বললেই আপনার প্রার্থিত পণ্যটি এনে হাজির করছে তারা। সুপারশপে রয়েছে সুলভে পণ্যসামগ্রী কেনার বড় সুযোগ। উৎবের দিন ছাড়া প্রতি মাসেই থাকছে মূল্যহ্রাসসহ নানা প্রমোশনাল অফার। পদ্মার ইলিশ থেকে শুরু করে রাজশাহীর লিচু-আম পর্যন্ত বিভিন্ন স্পেশাল আইটেম এনে জড়ো করা হয় সুপারশপগুলোতে। যার গুণমান সম্পর্কে অনেকটা নিশ্চিত হয়ে কেনা যায়। আধুনিক পদ্ধতিতে সুপারশপগুলোতে কেনাকাটার বিল তৈরি হয়। এ কারণে মূল্য পরিশোধ নিয়ে ক্রেতাদের বিভ্রান্তিতে পড়তে যায় না। নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকায় সুপার শপের ক্রেতাদের গাড়ি পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হয় না। বিভিন্ন উৎসব যেমনÑ পয়লা বৈশাখ, ঈদ, শবেবরাত ইত্যাদিকে কেন্দ্র করে নেয়া হয় ব্যতিক্রমধর্মী আয়োজন। উৎসব সংশ্লিষ্ট প্রয়োজনীয় সামগ্রীর সমারোহ ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ হয়ে আসে। থাকে শীতের পিঠা উৎসব, গ্রীষ্মে আম উৎসব, শবেবরাত ও রোজায় সুস্বাদু খাবারের বিশাল সংগ্রহ। সাধারণ খাদ্যদ্রব্যের পাশাপাশি এখানে পাওয়া যায় ওষুধ, ইলেকট্রনিক্স সামগ্রী, সমুদ্রের সুস্বাদু মাছ নানা জাতের হিমায়িত খাবারসামগ্রী। নিরাপদ পরিবেশ হওয়ায় কর্মজীবী ও গৃহিণীরাও এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। আধুনিক সুপারশপগুলোতে রয়েছে অনলাইন শপিং ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই কেনাকাটা করতে পারেন। হোম ডেলিভারির মাধ্যমে ঘরে পৌঁছে দেয়া হয় সামগ্রীগুলো। আজকাল নাগরিক ব্যবস্ততায় সময় সাশ্রয়ী হওয়ায় নিয়মিত সুপারশপ থেকে কেনাকাটা সারছেন অনেকেই। তবে অনেক সুপারশপে পণ্যের তালিকা না থাকায় ক্রেতাদের মাঝে মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে। পণ্যের একটি তালিকা সুপারশপে রাখা উচিত। একে একে ক্রেতারা সুপারশপে বাজার করতে এসে পণ্যের দাম যাচাই করে যাচাই-বাছাই করে কেনাকাটা করতে পারেন। সুপারশপগুলো আরেকটি চমক হলো তাজা শাকসবজি পাওয়া যায় এখানে অনেকটা সুলভ মূল্যে। বাজারে যে সব শাকসবজি বিক্রি করা হয় সেগুলো অনেক সময় তরতাজা থাকে না।
সুপারশপে কেনাকাটা করতে যাওয়ার সময় আপনি বাসা থেকেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করে নিয়ে যান। তালিকা অনুযায়ী সুপারশপ ঘুরে ঘুরে আপনার কেনাকাটা করুন। যদি কোনো পণ্যসামগ্রী আপনার পছন্দ না হয় সুপারশপের বিক্রয়কর্মীদের মিষ্টি কথায় ভুলে কিনতে যাবেন না। অনেক সময় মেয়াদোত্তীর্ণ পণ্যও সুপারশপে থেকে যায়, শপ কর্তৃপক্ষের অগোচরে কিংবা গোচরে। আপনি যে জিনিসটি কিনবেন তার মান যাচাই করে মোড়কের গায়ে লেখা মেয়াদের তারিখটি ভালোভাবে দেখে ও যাচাই করে নিন। হ


আরো সংবাদ



premium cement