২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শীতের আমন্ত্রণ

-

চারদিকে কুয়াশার আনাগোনা, প্রকৃতির মাঝে বয়ে চলছে হিম বাতাস। প্রকৃতির মাঝে ফিরে এসেছে শীতের রূপ। ঘাসের ডগায়, বন-বনলতায় মাঝে প্রকৃতি সাড়া দেয়। ঘুঘু পাখির ডাক হিজল গাছে; কাক ডাকা ভোরে। পূর্ব দিকে লাল আভা, ধীরে রক্তিম বর্ণে সূর্যের আলো এসে পড়ে আঙিনায়। হিম বাতাসে গাছগাছালি নড়েচড়ে ওঠে। প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতার কথা মনে পড়ে Ñ
‘আমার ভিতরে-বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয়জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিড় চলা,
মরমের মূল পথ ধরে।’
আসলে হিম বাতাসে গাছের ডালে ‘ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।’ এমনভাবে আমরাও শীতে নিজেদের কাঁথা-কম্বলে মুড়ি দিয়ে পাপড়ির আবডালে শুয়ে থাকি। আমার মনে হয় কবি যেন এ কথাই বলতেন তার গানে রূপকভাবে। শীতের চাদর জড়িয়ে শীতকাল আসে আমাদের মাঝে। শীতকালের আনন্দ কেবল এ দেশজুড়ে। খেজুরের গুড় আর ভাপা পিঠে। গায়ে চাদর জড়িয়ে শিরশিরে শিহরিত হয়ে চুলোর পাশে মায়ের পিঠা বানানোকে ঘিরে ওম নেয়া, ভাই-বোন সবাই মিলে বাড়ির উঠোনজুড়ে বসে একসাথে গল্প আড্ডার আসরে গরম গরম পিঠে খাওয়া, রোদ পোহানো শীত ঋতু ছাড়া আর কোনো ঋতুই আমাদের এত কাছে আনে না। এ-ই আনন্দ, মায়া-মমতা ভালোবাসা যুগ যুগ আমাদের জীবনে মিশে আছে রোদের উষ্ণতা আর শীতের মায়ায়। হ

 


আরো সংবাদ



premium cement