১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অসহায় সুজন মিয়া

-

সুজন মিয়া। বুড়ো মানুষ। সম্বল একমাত্র অটোরিকশা। দিন এনে দিন খেতে হয়। এভাবেই তার পরিবার চলে। কিন্তু করোনা নামক গজব তার জন্য এক কাল হয়ে দাঁড়িয়েছে। শুরু হয়েছে সারা দেশে লকডাউন। আইনের প্রতি শ্রদ্ধাশীল সুজন মিয়া যখন শুনেছেন গাড়ি চালানো যাবে না, সরকার নিষেধ করেছে; তখন থেকেই তিনি অটো নিয়ে বের হন না। বুকভরা আশায় ত্রাণের অপেক্ষায়। কিন্তু ত্রাণ যে সোনার হরিণ। এভাবে আর কতদিন। পরিবারে দুমুটো ভাত তো জুটাতে হবে। সন্তানগুলোর শুকনো মুখ ও বিবির চড়া কথায় আর বসে থাকতে পারলেন না।
২. যাত্রীর আশায় লকডাউনের মধ্যেই রাস্তায় নামেন অটোচালক সুজন। অনেকে আইন অমান্য করে লুকোচুরি করে কত টাকা কামাচ্ছে। কিন্তু সুজন মিয়া ঘণ্টাখানেক অটো চালাতেই পুলিশের কাছে ধরা পড়ে ময়মনসিংহ গাঙিনার পাড় মোড়ে। সাথে সাথেই শুরু হয়ে যায় পুলিশি অ্যাকশন। লাঠির আঘাত। চাকার পাম ছেড়ে দিয়ে জব্দ করা ও জরিমানার নানা হুমকি। অসহায় সুজন মিয়া কাঁদছেন পুলিশের পা ধরে। আরো কত শব্দে অনুনয়-বিনয় করছেন। কিন্তু কিছুতেই বরফ গলছে না। উল্টানো গাড়িটি ও কান্নারত দাড়িপাকা সুজন মিয়াকে দেখে আমার চোখেও পানি এসেছিল। কিন্তু প্রয়োজনে বের হওয়া আমারও যে দ্রুত স্থান ত্যাগ করতে হয়। কে জানে আরো কত খেটে খাওয়া অসহায় সুজনরা এভাবে কষ্ট পাচ্ছেন।
উবাইদুল্লাহ, তারানগরী, ময়মনসিংহ


আরো সংবাদ



premium cement