২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সেই স্বপ্নগুলো

-

বহু দিন পর তোমার সাথে দেখা হবে। এই দিনটার অপেক্ষায় যেন কয়েকটা বছর কেটে যাবে পড়াশোনা আর কাজের ব্যস্ততায়। তুমি আমাকে না জানিয়ে হঠাৎ একদিন ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়াবে আর আমি তোমার ফেরার খবর পেয়ে রোকেয়া হল থেকে কাঁটাবনের সেই শেষ না হওয়া লম্বা রাস্তায় ছুটে আসব। সেদিন সেই শেষ না হওয়া রাস্তাটা নিমেষেই শেষ হয়ে যাবে। শেষ হবে হবে মুহূর্তে অনেক দূর থেকেও আবছা তোমাকে দেখা যাবে। শেষ যেদিন দেখেছিলাম তোমার হাসিমাখা সেই মুখখানা, আবারো দুই চোখে ভেসে উঠবে। এতটা বছরের সব দুঃখ, শেষ হবে সব ক্লান্তি। তোমার সবচেয়ে কাছে পৌঁছে গেছি আমি। আমার দুই পা যেন আটকে যাবে। আমার সামনে তুমি আমার সেই আপন ছায়া। হয়তো বিশ্বাস করাতে পারব না নিজেকে। আমার হাত তোমাকে স্পর্শ করবে। তারপর তুমি আর আমি সেই কাঁটাবনের রাস্তা দিয়ে শহীদ মিনারের দিকে যাবো। হাজারো তরুণ-তরুণী ভিড় জমিয়ে গানের আসর জমাবে। যে গান সবার মন স্পর্শ করে। এরপর হাঁটতে হাঁটতে যাবো ইউনিভার্সিটির বড় লাইব্রেরি ঘরটায়। ভালোবাসার আদান-প্রদান যাকে দিয়ে শুরু সেই বই নিয়ে যাবো জানালার সবচেয়ে নিকটবর্তী টেবিলটায় যেখানে বসে হাজারো পাতা লিখেছি। তোমাকে ভালোবেসে নিজেকে বুঝতে শিখেছি, কঠিন কিছু স্বপ্ন বুনেছিÑ সেই স্বপ্নগুলো হয়তো সত্যি হতে পারত। হয়তো আমার খালি পা, নীল শাড়ির সেই আঁচল কাঁটাবনের সেই রাস্তাটাকে স্পর্শ করত। হয়তো লাইব্রেরির সেই জানালার পাশের একলা টেবিলে কাগজ-কলম আর বইয়ের ভিড়ে আমাকেও দেখা যেত। হয়তো দেখা সেই কঠিন স্বপ্নগুলো সত্যিও হতে পারত।
টমছম ব্রিজ, কুমিল্লা।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল