১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এই বসন্তে তুমি নেই

-

আগুন লাগা ফাগুন, হৃদয়ে দিলে আগুন!
হে আমার আগুন লাগা, ফাগুন! তুমি কাছে নেই, এ কথা ভাবতে পারছি না। কোথায় হারালে? কোন অরণ্যে? আমি আজো তোমায় খুঁজি! সব চেষ্টায় হার মেনে মেঘের খামে তোমার নামে চিঠি দিতে চাই, তুমি কি পড়বে সে আমার চিঠি? কোকিলের সুরে আমার চিঠি হবে, তুমি পড়বে আর হাসবে। মেঘের দেশেও তোমায় খুঁজেছি। রক্তজবা লাল হয়ে কৃষ্ণচূড়ার ডালে তোমার অবয়ব। আহ! কী সুন্দর। তুমি পাখি নও, মেঘ নও, ফুল নও; একেবারেই মানুষ হয়ে!
পেলাম অবশেষে একদিন। তুমি মস্তবড় এক অফিসার! কাজে একবার তোমার সাথে দেখা। এরপর ফেসবুকে। তোমার আমার অক্সিজেন এখানেই দিনরাত্রি যাপন করে চলেছে নিয়মিত। আমি তোমার গ্রাসে হারিয়ে যাচ্ছি অনবরত। তোমার আমার হ্যাপি নিউ ইয়ারটা কী চমৎকার কেটেছে! তাই না? মন খুলে সেদিন তুমি আমার সাথে কথা বলেছ! হঠাৎ, একটা মেঘের গর্জন এলো। তোমায় আমায় উড়িয়ে নিলো! থামিয়ে দিলো আমাদের হৃদয়ের শব্দ।
জানো, আজ খুব কষ্ট হচ্ছে! তোমাকে মনে পড়ছে খুব! কী করি, কী করি; তোমার প্রোফাইলে ঢুকলাম, পাঁচটা মিনিট তোমাকে দেখলাম! কী ভাবনা! কত প্রশ্ন ,কত কষ্ট এ চোখে! দুটো চোখ তোমার লাল, হালকা জলে ভাসা! আরেকজনের পোস্টে গেলাম, ঘটনার পরের দিনের ছবি। আগের রাতে ঘুমাওনি জানি, আমিও ঘুমাতে পারিনি। পরের দিনও! কী যে গায়ে ব্যথা হচ্ছিল, মাঝরাতে খুব মনে পড়ছিল, মনে হয় তুমি আমাকে অভিশাপ দিচ্ছ!, তোমার খুব কষ্ট হচ্ছে, ঘুমাতে পারছ না, আমি দিব্য দেখতে পারছিলাম! আহ! ছবিতে তোমার হাসোজ্জ্বল চেহারায় খুঁজলাম কোনো কান্না, কষ্ট!
পেয়েছি, তবে কষ্ট লুকানোতে তুমি বেশ ওস্তাদ! আরেকটা ছবিতে তুমি টিভির দিকে তাকিয়ে, কী যে মুষড়ে আছ, কত অবসন্ন লাগছে তোমায়! কেমন যেন মায়া লাগল! কতক্ষণ কেঁদেছি ওটা দেখে! মন ভরে দেখব কী! কেঁদে কেঁদেই পার করলাম।
এভাবে কতদিন বলো; তুমি অনলাইনে এলে নীরবে তাকিয়ে থাকি। আজ সকাল থেকে নেইÑ আসছ না। জানি তোমার এমনিতেও অনলাইন ভালো লাগে না, ক’দিন আগেও আসতে আমার জন্য। আমার ফাজলামি করা মেসেজ পড়তে। চুপচাপ। কত সময় আমার মেসেজ পড়ে হেসেছ! তাই না? যখন যা মনে আসত দিতাম। এখনো তোমার মেসেজ বক্সে আঙুলটা চলে যায় ভুলে। শক্ত মনোবলে ফিরে আসি, টাচ লাগলেই ওয়েব উঠে যাবে,আর তুমি বুঝে যাবে আমি আবারো তোমাকে...। জানি বসন্ত তুমি আর আসবে না। ওই মেঘের গর্জনে তুমি হারিয়ে গেছ। ওই বসন্তে তুমি এলে,এই বসন্তে তুমি নেই!

 


আরো সংবাদ



premium cement
বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি আশফাকুল ইসলাম পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ, আটক ২৩ শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

সকল