২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অধ্যক্ষ আবদুল হামিদ ও তার শ্রমবাদ

-

মানুষ মাত্রই মরণশীল। তার পরও কিছু মানুষ তাদের নিষ্কাম ও মানবহিতৈষীমূলক কর্মকাণ্ড দিয়ে বেঁচে থাকেন বহু দিন। তেমনি এক মানবতাবাদী কর্মপুরুষ অধ্যক্ষ আবদুল হামিদ। তিনি ১৯৮৭ সালের ৬ অক্টোবর ইন্তেকাল করেন। তিনি ১৯৩৬ সালে ফার্স্ট ক্লাসসহ এমএসসি পাস করে কয়েক বছর রেলওয়েতে এবং সরকারি কলেজে চাকরি করেন। তিনি চাকরি ছেড়ে নরসিংদীর নিজ গ্রামে ফিরে গিয়ে শিক্ষাবিস্তারে মনোনিবেশ করেন ও রাজনীতিতে যোগ দেন। ২০-২১ বিঘা নিজ ও পৈতৃক ভূমির ওপর প্রায় সম্পূর্ণ নিজ খরচে ১৯৪১ সালে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চবিদ্যালয় এবং ১৯৪৮ সালে নবাব সিরাজউদৌল্লাহ কলেজ (বর্তমানে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়) প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষাভাষী এলাকা নিয়ে বাংলাদেশ/বঙ্গদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ১৯৪১ সালে ঢাকা জেলা বোর্ডের সদস্য এবং ১৯৬২ সালে এমএনএ নির্বাচিত হন। ১৯৫৮ সালে গণমুক্তি পার্টি প্রতিষ্ঠা করেন। তার জীবনের সবচেয়ে কীর্তি ‘শ্রমবাদ’। তিনি ১৯৭২ সালে শ্রমবাদ পুস্তিকার মাধ্যমে প্রাকৃতিক বিধান ও কুরআন-ভিত্তিক শোষণমুক্ত সমাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার দিকনির্দেশনা দেন। শ্রমবাদকে নির্বাচনী মেনিফেস্টোর অন্তর্ভুক্ত করে তিনি ১৯৭৮ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন।
শ্রমবাদই একমাত্র অর্থনৈতিক দর্শন যাতে শ্রমিকের বেতন বা পারিশ্রমিক নির্ধারণের একটি সূত্র রয়েছে। এ শ্রমবাদের আলোচনায় মানবসমাজে প্রয়োজনীয় যেকোনো শারীরিক বা মানসিক কর্মকেই শ্রম হিসেবে অভিহিত করা হয়েছে। এরূপ শ্রম যিনি সম্পাদন করেন তিনিই শ্রমিক। শ্রমবাদে উল্লিখিত সূত্রানুসারে বেতন দাবিতে তদানীন্তন ‘ব্যাংক কর্মচারী ফেডারেশন’-এর আহ্বানে ১৯৭৪ সালের ৪ আগস্টে পালিত ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের ২৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত তৎকালীন অর্থ, শ্রম ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আলোচনায় তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ কর্র্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি আজো বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এরই মধ্যে এ পর্যন্ত যে আটটি পে-স্কেল ঘোষিত হয়েছে এগুলোর প্রতিটিই চরম বৈষম্যমূলক ও ন্যায়বিচার বিবর্জিত। মূলত শ্রমবাদের সূত্র বাস্তবায়নের মাধ্যমেই এ বৈষম্য দূর করা সম্ভব। তাই এ কথা বলা অত্যুক্তি হবে না যে, শ্রমবাদের প্রবর্তন করে মরহুম অধ্যক্ষ আবদুল হামিদ মানবতাবাদী হিসেবে আগামী দিনেও সবার কাছে আদৃত হবে। হ
লেখক : সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণমুক্তি পার্টি
abdulmonem.bgp@gmail.com

 


আরো সংবাদ



premium cement