২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ক্যাম্পাসে চায়ের আড্ডার অপেক্ষায়

-

দীর্ঘ দিন কেটে গেছে। ক্যাম্পাসের সেই সুমধুর কোলাহল শুনতে পাই না, লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় পড়াশোনার সেই জ্ঞানময় আওয়াজ কানে আসে না। বিশ্ববিদ্যালয় যাদের জন্য প্রাণবন্ত সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, খ্যতিমান অধ্যাপকদের দেখা মিলছে না। এক দিকে তারা যেমন জ্ঞান বিলিয়ে দেয়ার জন্য আকুল হয়ে আছেন, অন্য দিকে আমরাও জ্ঞান কুড়িয়ে নিতে অধীর আগ্রহে দিন পার করছি। কবে হবে তাদের সাথে আমাদের ফের মেলবন্ধন? ধোঁয়াশায় দিন কাটছে জ্ঞানপিপাসুদের।
ডিপার্টমেন্টের ক্লাস শেষে টুকিটাকিতে বন্ধুদের সাথে চায়ের আড্ডাটা আর দেয়া হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একরই যেন এখন শুধু মনোজগতে। প্যারিস রোডের দুই ধারে চোখধাঁধানো গগনশিরিস গাছের ছায়াঘেরা রাস্তায় আর কোনো ভাবের বিনিময় হয় না। ভাবহীন হয়ে একলা পড়ে রবে প্যারিস রোড কেউ কল্পনা করতে পেরেছিল? এখন আর নতুন ভাবের আভাস পাওয়া যায় না, মান-অভিমানের কথাও শুনে না দুই ধারের সুউচ্চ গগনশিরিস গাছগুলো।
টিএসসিসিতে এখন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন না হাজারো শিক্ষার্থী। গানের সুরে, আবৃত্তির কণ্ঠে, নাট্যের সংলাপে মুখর হতে দেখা যায় না টিএসসিসি প্রাঙ্গণ। কেউ যদি নিস্তব্ধ ক্যাম্পাসে হেঁটে যান, তার পুরনো স্মৃতি মস্তিষ্ককে তবলা বাজিয়ে স্মরণ করিয়ে দেবেই দেবে।‘ক্লাস শেষ! চল চল আমরা হলে খেয়ে আসি’, কথাগুলো আর বলা হয় না। হলের ডাইনিং রুম হয়তো বন্ধই পড়ে আছে। দুপুর হলে হলের ডাইনিং রুমে গিয়ে আর বলা হয়ে উঠে না, ‘মামা এখানে ভাত দেন, ভর্তা দেন।’
আজো সেই টুকিটাকিতে চায়ের আড্ডার অপেক্ষায়। বন্ধুরা মিলে একসাথে বসে চায়ের কাপে ফুঁ দিতে দিতে একের পর এক বিষয়ে গল্প করার অপেক্ষায় আছি। সেই দিন আবার হয়ে উঠবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণবন্ত, উজ্জীবিত, জ্ঞান সমারোহে টইটম্বুর। সেই ক্যাম্পাসের অপেক্ষায় এখনো। করোনা-পরবর্তী বাংলাদেশ দেখার অপেক্ষায় এখনো। হ
লেখক : শিক্ষার্থী,
রাজশাহী বিশ্ববিদ্যালয়


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল