২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কানে শোঁ শোঁ আওয়াজ বিচিত্র এক সঙ্কট

-

কানে শোঁ শোঁ আওয়াজ অনুভূত হচ্ছে অনেক মানুষের। পথে-ঘাটে, বাস-লঞ্চ টার্মিনাল, বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান, ব্যান্ড কনসার্ট অনুষ্ঠান ইত্যাদি থেকে সৃষ্ট গগনবিদারী আওয়াজ অতিষ্ঠ করে তুলেছে পথচারীদের। রাস্তার পাশের মেশিনারি পার্টসের দোকান, গ্যারেজ, ধানকল, গার্মেন্ট ফ্যাক্টরি ইত্যাদি থেকে সৃষ্ট প্রচণ্ড আওয়াজ ওই পরিস্থিতির জন্য কোনো-না-কোনোভাবে দায়ী। শোঁ শোঁ আওয়াজ নামের সমস্যাটি শুধু এ দেশেই নয়, সারা বিশ্বে শ্রবণশক্তি লোপ পাওয়া রোগীদের জন্য এক নম্বর সমস্যা। নাক-কান-গলা বিশেষজ্ঞরা বিভিন্ন কোম্পানির বের করা ওষুধপথ্য দিয়ে নিরাময়ের চেষ্টা করেন বটে, কিন্তু কাক্সিত সুফল খুব একটা আসে না। ইদানীং জিঙ্কগো বিলোবা (Ginkgo biloba) নামক জার্মানিতে উৎপাদিত ওষুধটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এটি শোঁ শোঁ আওয়াজ দমনে নিয়ামক হিসেবে কাজ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি ব্যবহারে রোগীদের সাময়িকভাবে স্বস্তি হয় বটে, কিন্তু তা ক্ষণস্থায়ী।
কানের শোঁ শোঁ আওয়াজে আক্রান্ত ব্যক্তিরা এটাকে প্রতিদিনকার সমস্যা হিসেবে বেছে নিয়েছেন। সমস্যাটি শতকরা ১০-১৫ ভাগ মধ্যবয়স্ক পুরুষ ও নারীর হয়ে থাকে। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত আমেরিকার ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভেতে দেখা গেছে, ৫০ মিলিয়ন আমেরিকান এ সমস্যায় আক্রান্ত। একটি ব্রিটিশ গবেষণায় দেখা গেছে, মধ্যবয়স্ক ব্যক্তিদের ১০.১ ভাগ এ রোগে আক্রান্ত, যেটি বয়সের সাথে সাথে বাড়ে। কানের শোঁ শোঁ আওয়াজ ব্যাধিতে নারীর চেয়ে পুরুষই আক্রান্ত হয় বেশি। সময়ের সাথে সাথে প্রায় শতকরা ২৫ ভাগ রোগীর মধ্যে টিনিটাসের (Tinnitus) মাত্রা বেড়ে যায়। অস্ট্রেলিয়ান ব্লু মাউন্টেন হেয়ারিং স্টাডি পাঁচ বছরের গবেষণায় জানিয়েছে, দুই হাজার আক্রান্ত ব্যক্তির এক-পঞ্চমাংশ হলো বয়োজ্যেষ্ঠ। সাবজেক্টিভ টিনিটাস হয়ে থাকে বহিঃকর্ণের উত্তেজনা ছাড়াই আর অবজেক্টিভ টিনিটাস হলো বহিঃকর্ণের বাইরে উৎপাদিত শব্দ থেকে। যেমনÑ মধ্যকর্ণের মাংসপেশির সঙ্কোচন থেকে। সাবজেক্টিভ টিনিটাস শুধু ভুক্তভোগীরাই শনাক্ত করতে পারেন। যেমনÑ Crackling, Ringing, Whistling। এটি সার্বক্ষণিক অথবা মাঝে মধ্যে হতে পারেÑ শুরুটা শ্রবণশক্তির লোপ অথবা শ্রবণশক্তি লোপ ছাড়া হঠাৎ হতে পারে। এটি অনেকাংশে দূর হয়ে যেতে পারে, কিন্তু টিনিটাস একটি স্থায়ী সমস্যা হিসেবে অনেকের জীবন দুর্বিষহ করে তুলতে পারে। শোঁ শোঁ আওয়াজ অনেক ভুক্তভোগীর আবেগ আন্দোলিত করে। ফলে এটির প্রভাবে হতাশা আর দুশ্চিন্তায় নিমজ্জিত করতে পারে, যা টিনিটাসের মাত্রা বাড়িয়ে দেয়। এটি স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে পরিবারে দেখা দেয় বিশৃঙ্খলা। মনোমালিন্য শুরু হয় দম্পতির মাঝে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে দেখা দেয় চরম অস্থিরতা। ভুক্তভোগী খোঁজে একটু শান্তির পরশÑ মুক্তি পেতে চায় শোঁ শোঁ আওয়াজের জীবনগ্রাসী চরম অস্থির পরিস্থিতি থেকে। হ
লেখক : জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি), জেনারেল হাসপাতাল, রাঙ্গামাটি
Crackling, Ringing, Whistling


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল