খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৯
রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। তার নাম ইকবাল হোসেন (৪৫)। তিনি গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার দক্ষিণ আরিচপুর গ্রামের আলী আকবরের ছেলে। ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন এবং পুরান ঢাকার জজকোর্টের আইনজীবী ছিলেন।
আজ সোমবার সকালে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর জানান, রোববার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা মারা যান।
পরে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর (জিআরপি) পুলিশের সদস্যরা রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি জানান, নিহতের পা ছিন্নবিচ্ছিন্ন, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।
এসআই আলী আকবর জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা