২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আইডিয়ালের গভর্নিং বডি থেকে মুশতাকের পদত্যাগ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। - ফাইল ছবি

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সেই দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) তিনি ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

শনিবার (২৬ আগস্ট) পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খন্দকার মুশতাক নিজেই। তিনি বলেন, ‘আমি আইডিয়াল স্কুলের দাতা সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। এখন থেকে এ প্রতিষ্ঠানের সাথে আমার আনুষ্ঠানিক কোনো সম্পর্ক থাকবে না।’

এদিকে, গভর্নিং বডির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান মুশতাকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। এ ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মো: সাইফুল ইসলাম তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। মামলায় খন্দকার মুশতাক আহমেদ ও আইডিয়ালের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।


আরো সংবাদ



premium cement