কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ আগস্ট ২০২৩, ০৭:০৪, আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৫৩
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজনের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা