সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১২
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৩, ০৭:৫২, আপডেট: ০৭ জুন ২০২৩, ১০:০২

ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকার কুতুবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার (০৭ জুন) ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তারা হতাহত হয়। আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেকজন। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।
জানা যায়, সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণশ্রমিকরা যাচ্ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা