২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

৫ মাস কমে গেছে বাংলাদেশের মানুষের গড় আয়ু

৫ মাস কমে গেছে বাংলাদেশের মানুষের গড় আয়ু - ছবি : সংগৃহীত

বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে। বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। দেশে প্রথমবারের মতো গড় আয়ু কমার এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে প্রকাশ করা হয়েছে।

সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১-এ এসব তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।

বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

বিবিএস আরো বলছে, আগের বছরের তুলনায় ২০২১ সালে দেশে অন্যান্য ধর্মাবলম্বীর হারও কমেছে। বেড়েছে মুসলমানের সংখ্যা। ৮৮.৪ শতাংশ থেকে বেড়ে মুসলমান হয়েছে ৮৯ শতাংশ। আর অন্য ধর্মের মানুষ ১১.৬ শতাংশ থেকে কমে ১১ শতাংশে এসেছে। শহরে কাজের অভাবে মানুষ গ্রামে চলে যাচ্ছে। আর এই হার আগের বছরের তুলনায় দ্বিগুণ।

প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে।


আরো সংবাদ



premium cement