২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাজধানীতে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। - ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রিন রোড) হয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে বেলা ২টার পরে স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছেন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছেন।

সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, বড় ধরনের সংঘর্ষ এড়াতে তারা মাঠে রয়েছেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পুলিশের তৎপরতায় বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান বদলে যেতে পারে এসএসসি পরীক্ষার নাম সীমান্তে বাংলাদেশীদের মৃত্যু কমেছে : পররাষ্ট্রমন্ত্রী শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাবো : মেসি

সকল