২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চলন্ত বাস থেকে হেলপারের ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যাত্রীর

বাসের চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। ইনসেটে নিহত যুবক - ছবি : সংগৃহীত

চলন্ত বাস থেকে হেলপারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবু সায়েম মুরাদ (৩৬) নামের এক যাত্রী। ‘৮ নম্বর’ পরিবহনের একটি বাসে করে মতিঝিল থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে যুবকের স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বাসের চালক মো: শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

নিহতের বড় ভাই আবু সাদাত সাহেদ সাংবাদিকদের বলেছেন, ‘আমার ভাই মতিঝিলে একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যার দিকে তিনি মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আসামাত্র হেলপার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেয়। চলন্ত গাড়ির চাকার নিচে তার মাথা পিষ্ট হয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা গেছে, গাড়িতে আগুন ধরানো হয়েছে। চালক ও হেলপারকে বেধড়ক পিটুনি দিচ্ছে লোকজন। ওই দুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা চিকিৎসাধীন আছেন। যাত্রীবাহী বাসটিকে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে।’

এদিকে হেলপার মোহনের অভিযোগ, ‘মুরাদের সাথে এক যাত্রীর তর্ক ও ধাক্কাধাক্কি হয়। পরে মুরাদ হেলপারকে মারধর করে বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হন।’

মুরাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল