১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

উত্তরা ক্রেন দুর্ঘটনা : স্বজনদের হারিয়ে বেঁচে রইল নবদম্পতি

ক্রেন থেকে গার্ডার পড়ে যায় প্রাইভেটকারের উপর। - ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার যে প্রাইভেটকারটির উপর পড়ে তাতে ছিল এক নবদম্পতি ও তাদের পরিবারের লোকজন।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা বরের বাবা-মা’সহ স্বজনদের প্রাণ গেলেও এখনো বেঁচে রয়েছেন বর হৃদয় (২৬) ও তার নববিবাহিতা স্ত্রী রিয়া মনি (২১)।

নিহতরা হলেন, হৃদয়ের বাবা রুবেল (৬০), রিয়া মনির মা ফাহিমা (৪০), খালা ঝরনা (২৮) এবং ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটলেও প্রাইভেটকার থেকে নিহতদের কোনোভাবেই বের করা যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সেভেটর দিয়ে গার্ডার সরিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো: মহসিন জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, রিয়া মনির সাথে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ সোমবার রাজধানীর কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো: রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


আরো সংবাদ



premium cement