১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অভিমান করে নিজের গায়ে আগুন, নারী চিকিৎসকের মৃত্যু

অভিমান করে নিজের গায়ে আগুন, নারী চিকিৎসকের মৃত্যু - ছবি : সংগৃহীত

রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট এলাকায় আগুনে দগ্ধ নারী চিকিৎসক অদিতি সরকার (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান অদিতি।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন জানান, অদিতির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ বলেন, স্বামীর সাথে অভিমান করে গত শুক্রবার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন অদিতি। চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে এমন কথা বলেছেন।

অদিতি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নবজাতক বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি স্বামী মানস মণ্ডল ও দুই সন্তান নিয়ে ওয়ারীর হেয়ার স্ট্রিটের একটি বাসায় থাকতেন। মানস মণ্ডল পেশায় প্রকৌশলী।


আরো সংবাদ



premium cement