হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২২, ১৯:২০

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সুব্রত সাহা নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই প্রকৌশলী হোটেলের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
সুব্রত সাহার বাড়ি চাঁদপুর সদরে।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে একজনের লাশ পড়ে রয়েছে- এমন খবর পেয়ে রমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, হোটেলের দ্বিতীয় তলার ছাদে পড়েছিল লাশটি।
ওসি আরো জানান, নিহত সুব্রত সাহা ওই হোটেলেই চাকরি করতেন। ধারণা করা হচ্ছে টপ ফ্লোর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা