২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত

-

রাজধানীর কদমতলীতে বহুতল ভবন থেকে নিচে পড়ে তেজগাঁও পলিটেকনিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম আল আমিন হোসেন রাজু (২৪)। তিনি চাঁদপুর জেলার মোঃ জামাল মিয়ার ছেলে।

আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে কদমতলী থানার স্মৃতিধারা আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিনের খালাতো ভাই মোঃ সিফাত জানান, গতরাত পৌণে ৮টার দিকে স্মৃতিধারা আবাসিক এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে আল আমিন হোসেন রাজু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, কীভাবে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কোনো কিছু জানাতে পারেননি।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement