২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মধ্যরাতে আবারো লঞ্চে আগুন

- ছবি - সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে আবারো লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে বরিশালগামী ‘এমভি সুরভী-৯’ লঞ্চে এ ঘটনা ঘটে।

তবে লঞ্চের স্টাফরা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চটি এ মুহূর্তে মোহনপুরেই অবস্থান করছে।

নৌ-ফায়ার সার্ভিসের ধারণা লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ব্যাপারে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে লঞ্চটি মোহনপুরে রয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে বরিশালের উদ্দেশে রওনা হবে। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সঙ্গে বরিশাল যাবে। এছাড়া কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে ৪৩ জনের মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement