২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩

- ছবি : সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় দু’টি প্রাইভেটকার ও একটি অটোরিক্সার ত্রিমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন রোববার রাতে কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন প্রাইভেটকার চালক ও অপর দুইজন পথচারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় পুলিশ জানাতে পারেনি। নিহত তিনজনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপি দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী আজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি প্রাইভেটকার হঠাৎ করে বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালকসহ দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি রাস্তা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় ফাঁকা সড়কে দ্রুতগামী অপর একটি প্রাইভেটকার পেছন থেকে সজোরে এসে ধাক্কা দিলে বিকল প্রাইভেটকারের চালক ও তার দুই সহায়তাকারী সহ ২ জন ঘটনাস্থলে এবং অপর জন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

মাহফুজা আফরোজ লাকী আরও জানান, নিহত চালকের বয়স (৩০), অন্য দুজনের মধ্যে একজনের বয়স ২৪ ও অপর জনের ১৫। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ডিএমপি দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন আজ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর দারুস সালাম থানা পুলিশ নিহতদের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো বখতিয়ার আজ বলেন, দুইটি প্রাইভেটকারের সংঘর্ষে পথচারীসহ ৩ জন নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল