১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

 আবরার হত্যা : ‘ফু‌টেজ চাই, ফুটেজ চাই’ শ্লোগানে উত্তাল বুয়েট

 আবরার হত্যা: ‘ফু‌টেজ চাই, ফুটেজ চাই’ শ্লোগানে উত্তাল বুয়েট - নয়া দিগন্ত

আবরার হত্যায় জ‌ড়িত‌দের ফু‌টেজ চে‌য়ে বু‌য়েট ক্যাম্পা‌সে বি‌ক্ষোভ চা‌লি‌য়ে যা‌চ্ছেন শিক্ষার্থীরা। ‘ফু‌টেজ চাই, ফু‌টেজ চাই’ শ্লোগা‌নে উত্তাল এখন বু‌য়েট এর শেরে বাংলা হ‌লের আ‌ঙ্গিনা।

‌শিক্ষাথীরা জানান, সি‌সি‌টি‌ভির ফু‌টেজ আমা‌দের কা‌ছে প্রকাশ কর‌তে হ‌বে। ফু‌টেজ প্রকাশ না ক‌রে সাধারণ শিক্ষাথী‌দের হয়রা‌নি করা হ‌চ্ছে।
আমরা ফু‌টেজ থে‌কে জান‌তে চাই কে বা কারা ঘটনার সা‌থে জ‌ড়িত। একই সময় তারা ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতার ক‌রে শা‌স্তি নি‌শ্চিত করারও দা‌বি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) শিক্ষাথীরা হ‌লের সহকা‌রি প্র‌ভোস্ট ড, মুহাম্মদ ড. মো. জাফর ইকবাল খান, ড. মো শাহীনুর ইসলাম, সহ প্রভোস্ট আব্দুল্লা আদনান, ইফতেখার আহমদ খানের ক‌ক্ষের সাম‌নে বি‌ক্ষোভ কর‌ছেন। এর আ‌গে আবরার হত্যায় সি‌সি‌টি‌ভি ফু‌টেজ দে‌খে ৯ জন‌কে আটক করার কথা জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

‌সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল প‌রিদর্শ‌নে গি‌য়ে ঢাকা মহানগর পু‌লি‌শের অ‌তি‌রিক্ত ক‌মিশনার কুঞ্চপদ রায় একথা জা‌নি‌য়ে‌ছেন। আটককৃতদের মধ্রাযে ৮ জনের নাম জানান তিনি। তারা হ‌লেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ, ক্রীড়া সম্পাদক মেফতাউল ইসলাম জিওন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার। তানবীরুল আ‌বে‌দিন ইথান, জে‌মি, মুন্না, র‌বিন। এ‌দের ম‌ধ্যে তানবীরুল আ‌বে‌দিন ইথান আজ সকা‌লে বা‌ড়ি থে‌কে আ‌সে ব‌লে জানায় শিক্ষার্থীরা।

কৃঞ্চপদ রায় ব‌লেন, আটক‌দের বিষ‌য়ে আদাল‌তের অবজার‌ভেশ‌নের এক‌টি বিষয় আ‌ছে। ফু‌টেজ দে‌খে যে‌হেতু আমরা অ‌ভিযুক্ত‌দের শণাক্ত ক‌রে‌ছি। প‌রে তা‌দের বিষ‌য়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হ‌বে।


আরো সংবাদ



premium cement