২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র তাপস

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র তাপস - ছবি- সংগৃহীত

ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসাথে ডিএসসিসি এলাকার কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন মেয়র তাপস। নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

দ্রুত সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে এসময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে, স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপন করুন। একইসাথে কুরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দিন, যেন আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পারি।

পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করবেন বলেও জানান মেয়র তাপস।


আরো সংবাদ



premium cement