২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মুসুল্লীদের ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

মুসুল্লীদের ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী - ছবি : সংগৃহীত

সরকারের নির্দেশ অনুসরণ করে সামাজিক দুরত্ব মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করায় মুসুল্লীদের ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

সোমবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বাংলাদেশের সকল মসজিদে মুসুল্লিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করেছেন। সে জন্য তিনি দেশের প্রতিটি মসজিদের সম্মানিত মুসুল্লি, ইমাম, খতীব, খাদেম এবং মসজিদ ব্যবস্থাপনা কমিটিসহ সংল্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামারী বাংলাদেশ সহ সারা বিশ্বকে স্তব্দ করে দিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং মুত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের কাছে ঈদুল ফিতরের আনন্দের দিন উপস্থিত হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা -মাশায়েখদের পরামর্শ নিয়ে সামাজিক দুরত্ব এবং আরও কিছু শর্ত সাপেক্ষে শুধু মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেই।

প্রতিমন্ত্রী সার্বিক সহযোগিতার জন্য দেশের সকল ওলামা-মাশায়েখ, স্থানীয় প্রশাসন, আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী সকলের সাথে সামাজিক দুরত্ব মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

সকল