১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী

ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, উদ্ধার ১৭ বাংলাদেশী - ছবি : রয়টার্স

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। অভিবাসী সঙ্কট নিয়ে নানা সমালোচনার মুখে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক জাহাজডুবির পরে ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

রয়টার্স ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ’র বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশীকে দেশটির সিসিলিয়ান শহরের পোজালোতে নিয়ে যাওয়া হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তাদের নৌকা ডুবে যায়। ওই নৌকায় ৩০ জন অভিবাসী ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের কাছে একটি জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না যেতেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার বিদায়ে বৈষম্যের কবর রচনা হয়েছে হাসপাতাল থেকে ফের কারাগারে বিচারপতি মানিক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ক্রিকেটাররা শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণসভা স্থগিত সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার আ’লীগ নেতা সরফরাজ নয়, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ভ্রমণে নাগরিকদের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে দফায় দফায় ব্যবসায়ী-অটোরিকশাচালক সংঘর্ষ গলাচিপায় বজ্রপাতে দরিদ্র কৃষকের ৩ গরুর মৃত্যু বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সকল