১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এরশাদ দেশে ইসলামী শাসন কায়েম করেছিলেন : মালয়েশিয়া জাতীয় পার্টি

এরশাদ দেশে ইসলামী শাসন কায়েম করেছিলেন : মালয়েশিয়া জাতীয় পার্টি - ছবি : নয়া দিগন্ত

সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে ইসলামিক আদর্শে শাসন করেছিলেন। তিনিই সর্বপ্রথম ৮০ দশকে রেডিও এবং টেলিভিশনে ৫ ওয়াক্ত নামাজের আযান প্রচারের ব্যবস্থাসহ উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন।

জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং নবগঠিত কমিটির পরিচিতির সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দরা।

রোববার বিকেলে মালয়েশিয়ার শাহআলম এলাকায় একটি হোটেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া জাতীয় পার্টির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হাসান মিলন। ধর্ম বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান শিপলুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন সিনিয়র সহ- সভাপতি মো: ইদ্রিস আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মীর রানা, মো: হেলাল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ মোল্লা ও দফতর সম্পাদক মো: আকবর আলী।

আলোচনা সভা শেষে দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন।

জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজ কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয় সম্পাদক এর হিসেবে দায়িত্ব পাওয়ায় মালয়েশিয়া শাখার সভাপতির পদটি শূন্য হয়ে যায়। তাছাড়া সাবেক সাধারণ সম্পাদক মিল্টন হাওলাদার মারা যাওয়ার কারণে তার পদটিও শূন্য থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মালয়েশিয়া শাখা নতুন কমিটি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব হাসান মিলনকে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!

সকল