১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কম্বোডিয়ায় আটকে পড়া শতাধিক প্রবাসী দেশে ফেরত আসার অপেক্ষায়

- সংগৃহীত

কোভিড -১৯ দুর্যোগে কারণে কম্বোডিয়ায় আটকে পড়া প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী দেশে ফিরতে চান। নিজ অর্থায়নেই তারা দেশে ফেরত যেতে আগ্রহী বলে জানা গেছে।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হওয়ার আগে ভ্রমণ ও ব্যবসায়িক কাজসহ বিভিন্ন কাজে কম্বোডিয়ায় গিয়ে এসব বাংলাদেশী আটকে পড়েন। তবে সম্প্রতি দেশে ফেরত যাওয়ার জন্য কম্বোডিয়া-থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস, ব্যাংককে ভুক্তভোগী বাংলাদেশীরা বিগত কয়েকমাস যাবত ধর্ণা দিয়েও কোন ধরণের সমাধান পাচ্ছেন না।

বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মো. ফাহাদ পারভেজ বসুনিয়া আটকে পড়া বাংলাদেশীদের নিকট দেশে ফেরত পাঠানোর জন্য আবেদন করা আহবান করলে দেশে যাওয়ার জন্য ৮৪ বাংলাদেশী আবেদন করে।

আবেদনকারীদের ভাষ্যমতে, বিগত দেড়মাস আগে আবেদন দূতাবাসের ইমেইলে প্রেরণ করা হলেও দূতাবাস এখন কোনো বাংলাদেশীর ফোন রিসিভ করছে না এবং যোগাযোগ বন্ধ রেখেছে। এ ব্যাপারে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে অনেকেই জটিল রোগে আক্রান্ত, মানবেতর জীবনযাপন করছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement