১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তরুণীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দুবাইয়ে ৪ বাংলাদেশীর নামে মামলা

- প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইন্দোনেশিয়ান এক তরুণীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় চার বাংলাদেশিসহ সাতজনের বিরুদ্ধে দুবাই সুপ্রিমকর্টে মানবপাচারের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত সাত আসামির মধ্যে চার বাংলাদেশী ছাড়াও দুই ইন্দোনেশিয়ান নারী ও এক পাকিস্তানী পুরুষ রয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুবাইয়ের একটি আদালতে এ বিষয়ে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম খবরটি দিয়েছে।

আদালতের শুনানিতে ৩০ বছর বয়সী ওই ইন্দোনেশিয়ান তরুণী অভিযোগ করেন, একটি কোম্পানির মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারিতে দুবাই আসেন তিনি। শুরুতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। যে পরিবারে তিনি কাজ করতেন সেখানে নির্যাতনের শিকার হলে একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে ফেসবুকে গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখেন তিনি। পরে ওই বিজ্ঞাপন দাতাদের নিকট যোগাযোগ করলে নিজ দেশের (ইন্দোনেশিয়া) এক নারীর সঙ্গে কথা হয় তার।

অভিযুক্ত নারী ভুক্তভোগী ও তরুনীকে জানায়, একটি আমিরাতি পরিবারে গৃহকর্মী দরকার। এজন্য পাকিস্তানী আসামির সঙ্গে তাকে কথা বলতে বলেন সেই নারী। ওই তরুণী বলেন, স্বদেশী নারীর কথা মত আমি পাকিস্তানী লোকটির সঙ্গে কথা বলি। তখন কর্মস্থলের মালিককে দেখানোর জন্য আমাকে ছবি দিতে বলেন। কয়েকদিন পর পাকিস্তানী লোকটি আমাকে একটি বাগানবাড়িতে নিয়ে যায়।

সেখানে উপস্থিত অন্য আসামিরা জানায় যে, পাকিস্তানী লোকটি আমাকে বিক্রি করে দিয়েছে। সুতরাং আমাকে বাধ্যতামূলক যৌনকর্মী হিসেবে কাজ করতে হবে। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আসামিরা ওই বাগানবাড়িতে আমাকে তালাবাদ্ধ করে রেখে যায়। আমি সেখান থেকে পালানোর বহু চেষ্টা করেও পালাতে পারিনি। কয়েকদিন পর তারা আমাকে সিমকার্ড ছাড়া একটি মোবাইল ফোন দেয়। পরে আমি কোনোমতে ওয়াইফাই সংযোগ যুক্ত করে অনলাইনের মাধ্যমে দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কর্মরত আমার বোনকে খবর দিই।

তরুণী জানান, তার বোন খবর পেয়ে দুবাই পুলিশকে জানায়। পরে পুলিশ সেই বাগানবাড়িতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত পাকিস্তানী লোকটিকে আটক করা হয়েছে। তরুণীকে বিক্রি করে দেয়ার অভিযোগের ব্যাপারে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তার নিকট থেকে তথ্য নিয়ে বাকি ৬ আসামির তথ্য সংগ্রহ করে গ্রেফতারের প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে মানবপাচার, পতিতালয় চালানো এবং তরুণীকে ঘরে আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল