১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নুসরাত হয়ে উঠবে আলোর মিছিল!

-

কালে কালে কত নির্যাতিতা মান হারিয়েছেন, প্রাণ হারিয়েছেন তার হিসাব নেই। এ সংখ্যা শুধু দিন দিন বড়ই হচ্ছে। মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাবে। কিন্তু বিচার হয়েছে ক’জনের? বিলম্বে বিচার আর বিচারের শিথিলতার কারণে হিংস্র দানবেরা ভয় করে না কুকীর্তি গড়তে। নুসরাত সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল তার প্রতিবাদের ভাষা। সে হার না মানার অঙ্গীকার করেছিল। সে তার অঙ্গীকারে জিতেও গেছে। শুধু প্রাণ দিতে হয়েছে তাকে। কারণ এ প্রতিবাদে প্রয়োজনে সে প্রাণ দেয়ার অঙ্গীকার করেছিল। এ জন্যই আমি তাকে জয়ী বলছি। তার মৃত্যু দমাতে পারেনি প্রতিবাদের সুর। সারা দেশ জেগে উঠেছে তার জন্য। এমনি করে নুসরাত বেঁচে থাকবে প্রতিবাদের ভাষা হয়ে সব মানুষের কণ্ঠে।
এমন লজ্জিত আর ঘৃণিত কাজ করার পরেও কিন্তু সে দানবের মুখে হাসিও দেখা গিয়েছিল। কেন তার মুখে হাসি? এ প্রশ্ন জাগে মনে! তাহলে কী সেও বেঁচে যাবে? যদি এমন হয় তবে এই দেশের অন্য সব নুসরাত সোচ্চার হবে। সব নুসরাত প্রতিবাদে ফেটে পড়বে। টুঁটি চেপে ধরতেও সঙ্কোচ করবে না।
নুসরাত হোক সব নারীকণ্ঠের প্রতিবাদের সুর। নুসরাত হলো সব নারীর প্রতিবাদের প্রেরণা। নুসরাত হয়ে উঠুক আলোর মিছিল।


আরো সংবাদ



premium cement